Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিন্ধান্তসমূহ

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

নং কুচিয়ামোড়া ইউনিয়ন  পরিষদের সেপ্টেম্বর/২০১২মাসের মাসিক সভার কার্যবিবরণী:

সভাপতি       :মো: রফিকুল ইসলাম, চেয়ারম্যান, ১০ নং শত্রুজিৎপুর ইউপি, মাগুরা সদর,মাগুরা ।

স্থান          :      ইউনিয়ন পরিষদ সভা কক্ষ ,তারিখ        :      ১৫/১০/২০১২ খ্রি: ,সময়         :      সকাল ১০.৩০ টা

সভায় উপস্থিত সদস্যবৃন্দ (পরিশিষ্ট‌ ”)

       সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।সভপতি অদ্যকার সভার কার্যক্রম পরিচালনার জন্য ইউপি সচিব কে অনুরোধ করেন ।ইউপি সচিব এ সভার কার্যক্রম পরিচালনা করেন ।সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠকরে শুনানো হয় এবং তা কোন প্রকার সংশোধন ব্যতীত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।সভায় আলোচ্যসূচী অনুযায়ী নিন্মরুপ আলোচনা ও সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় ।

ক্রমিক নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে উপকারভোগীর তালিকা প্রনয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ঈদ-উল আজহা/২০১২ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীরখাদ্য সাহায্য প্রদানের লক্ষে ১২৬৪ টি উপকারভোগীর নামের তালিকা প্রনয়ন করতেহবে । তালিকা প্রনয়নে ভিজিএফ নীতিমালা অনুসরন করতে হবে ।সভাপতি সাহেবউপস্থিত সদস্যদের কে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে১২৬৪ টি পরিবারের নাম চুড়ান্ত করার জন্য অনুরোধ করেন ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতেবাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম সংযুক্ত তালিকা অনুসারে চুড়ান্ত করেঅনুমোদন করা হয় । চুড়ান্ত  তালিকা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরনেরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করেসর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

চুড়ান্ত  তালিকা প্রস্তুত  করনের জন্য ইউপি সচিব ।

০২

২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১মপর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্পও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্যকর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহউপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন করতেহবে ।২২ জন শ্রমিকের নাম ও শ্রমিক সর্দারের নাম চুড়ান্ত করতে হবে । সভাপতিসাহেব উপস্থিত সদস্যদের কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন।

সভায় বিস্তারিত আলোচনান্তে ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্যকর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহউপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা গৃহীত হয় ।

প্রকল্পের নাম:দূর্গাপুর ইউনুচ মিয়ার বাড়ী হতে ঈদগাহ মাঠ ভায়া বারিক মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা মাটিদ্বারা সংস্কার ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি:

১। দিপংকর শিকদার-ইউপি সদস্য ।

শ্রমিকের নামের তালিকা :

সংযুক্ত ছকে ।

সর্দারের নাম:

চুড়ান্ত  তালিকা প্রস্তুত  করনের জন্য ইউপি সচিব ।

 

 

০৩

 

 

 

দূর্গাপুঁজা/২০১২ উদযাপন উপলক্ষে মহল্লাদের পূঁজামন্ডপের আইন-শৃংখলা রক্ষায় দ্বায়িত্ব পালন প্রসংগে।

সভাপতি সাহেব সভাকে জানান শত্রুজিৎপুর ইউনিয়নে ০৮ টি পূঁজা মন্ডপ তৈরীহয়েছে ।আইন-শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপশি মহল্লাদার দেরকে ইউনিয়ন পরিষদেরপক্ষ থেকে পাহারা দেবার জন্য দ্বায়ীত্ব প্রদান করতে হবে ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ইউপি সচিব সাহেব কে প্রতি পূঁজা মন্ডপে ১ জনকরে গ্রামপূলিশ কে নিরাপত্তার দ্বায়ীত্ব বন্টন করে দেবার নির্দেশ প্রদানকরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।এ ছাড়া প্রতি পূঁজামন্ডপের সভাপতিও সম্পাদক এবং শুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে দূর্গাপুঁজা/২০১২উদযাপন উপলক্ষে সভা করার  সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

চেয়ারম্যান/ইউপি সচিব ।

 

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সন্মানিত সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।

 

                                                                       স্বাক্ষরিত

                                                                                                                              চেয়ারম্যান

 

 

 

 

 

 

গনপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকার

১০ নং শত্রুজি৭পুর ইউনিয়ন পরিষদ

মাগুরা সদর, মাগুরা ।

 

ইউ,পি সভার কার্যবিবরনী

সভা নং-…../২০১৩

                                            স্থান: ইউপি অফিস

                                            তারিখ: ০৯/০৫/২০১৩ খ্রি:

                                            সময়: ১১.০০ ঘটিকা ।

উপস্থিত সদস্যদের নাম ও উপস্থিতি স্বাক্ষর:

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

মন্তব্য

০১

জনাব মো: রফিকুল ইসলাম

ইউপি চেযারম্যান

 

 

০২

জনাব মো: মোতালেব মোল্যা

ইউপি সদস্য

 

 

০৩

জনাব মো: আবুল কাসেম

ইউপি সদস্য

 

 

০৪

জনাব মো: মোতালেব মোল্যা

ইউপি সদস্য

 

 

০৫

জনাব মো: গোলাম মোস্তফা

ইউপি সদস্য

 

 

০৬

জনাব মো: মুক্তার হোসেন

ইউপি সদস্য

 

 

০৭

জনাব মো: গোলাম মহম্মদ

ইউপি সদস্য

 

 

০৮

জনাব দিপংকর সিকদার

ইউপি সদস্য

 

 

০৯

জনাব রতন কুমার সাহা

ইউপি সদস্য

 

 

১০

জনাব মো: জামাল শিকদার

ইউপি সদস্য

 

 

১১

জনাবা মোছা: রুমানা বেগম

সংরক্ষিত মহিলা সদস্য

 

 

১২

জনাবা মোছা: কুলছুম খাতুন

সংরক্ষিত মহিলা সদস্য

 

 

১৩

জনাবা বিউটি রাণী নাগ

সংরক্ষিত মহিলা সদস্য

 

 

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন অত্র ইউপির চেয়ারম্যান জনাব মো: রফিকুল ইসলাম সাহেব ।

 

১) সভায় বিগত সভার কার্যবিবরনী পঠিত হয় এবং কোনরুপ সংশোধন না থাকায় উহা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় ।

আলোচনা:০৪ টি স্থায়ী কমিটি পূণ:গঠন ।

     আলোচনার শুরুতে সভাপতি সাহেব সভাকে জানান যে, ইউনিয়ন পরিষদেরবিভিন্ন স্থায়ী কমিটির কার্যক্রম ও এর বাস্তবায়ন কল্পে অপরাজিতা প্রকল্পকাজ করছে ।এর আলোকে আপাতত

১. শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ২. কৃষি, মৎস্য , পশুসম্পদ ওঅন্যান্য ৩. স্যানিটেশন , পানি সরবরাহ ও পয়:নিস্কাসন ৪. সমাজ কল্যাণ ওদূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটিগুলি পূন:গঠন করতে হবে ।

 

 

 

 

 

সিদ্ধান্ত:বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে নিন্মক্ত ইউ,পি সদস্যদেরকে সভাপতি করে ০৪ টি স্থায়ী কমিটি গঠন করা হয় ।

 

১. বিউটি রাণী নাগ - শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটি ।

২. মো: গোলাম মোস্তফা - কৃষি, মৎস্য , পশুসম্পদ ও অন্যান্য স্থায়ী কমিটি ।

৩. মোছা: কুলসুম খাতুন - স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়:নিস্কাসন স্থায়ী কমিটি ।

৪. মোছা: রুমানা বেগম - সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটি ।

 

     আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।

 

 

      স্বা:/-

     (মো: রফিকুল ইসলাম)